স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের উদ্যোগে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ।
শনিবার ( ৫ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় শহরের নতুন পালপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে মহানগর যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মিঠুন চত্ত বিল্লুর সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্র দাস, মহানগরের সাধারণ সম্পাদক রিপন কর্মকার ও সাংগঠনিক সম্পাদক মিঠুন চত্ত বিল্লুকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার দাস, প্রধান অতিথি জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব রঞ্জিত মন্ডল, বিশেষ অতিথি মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি প্রদীপ কুমার দাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাওগী সুমন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ নেতা অরুণ দেবনাথ, পিন্টু দাস, শিশির দাস,কৃষ্ণ আচার্য, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, বন্দর কমিটির সভাপতি তুলসী ঘোষ প্রমুখ।
এসময়ে মহানগর ১৪নং ওয়ার্ডে শ্রী পংকজকে সভাপতি , মাধব করকে সিনিয়র সহ-সভাপতি , সহ-সভাপতি নারায়ণ মজুমদার ও সৃজন দাসকে সাধারণ সম্পাদক করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও শ্রী প্রনয় সিংহ কে সভাপতি , নয়ন কর্মকারকে সাধারণ সম্পাদক ও উদয় মোদককে সাংগঠনিক সম্পাদক করে ১৪নং ওয়ার্ড যুব ঐক্য পরিষদের কমিটিও ঘোষণা করা হয়।