নারায়ণগঞ্জের কন্ঠ : আড়াইহাজার উপজেলা বিএনপি’র নবগঠিত সদস্য সচিব জুয়েল আহমেদ এর শুভেচ্ছা ও অভিনন্দন পোস্টার লাগাতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও মারধরের শিকার হয়েছেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা এমন অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন উঠিৎপুরা ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মঞ্জুর খান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকির হোসেন।
বুধবার সন্ধ্যায় আড়াইহাজার উপজেলায় উচিৎপুরা ইউনিয়ন জাঙ্গালিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত দুই নেতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
আড়াইহাজার উপজেলার নবগঠিত বিএনপির সদস্য সচিব জুয়েল আহমেদ অভিযোগ করে বলেন, গত জানুয়ারি ২০ আমি নবগঠিত আড়াইহাজার উপজেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত হয়েছি। সদস্য সচিব নির্বাচিত হওয়ায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপির নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা পোস্টার পুরো উপজেলা এলাকায় লাগানো হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার জাঙ্গালিয়া বাজারে আমার শুভেচ্ছা পোস্টার লাগাতে গেলে উচিৎপুরা ইউনিয়নের ভোট চোর আওয়ামী লীগের সরকারের বিনাভোটের চেয়ারম্যান ইসমাইলের নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় এবং তাদেরকে মারধর করেন। এবং আমার পোস্টগুলো ছিনিয়ে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলার সাথে জড়িতদের সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ঘটনার সত্যতা বিষয়ে জানতে উচিৎপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।