নারায়ণগঞ্জের কন্ঠ: রূপগঞ্জের আলোচিত স্ত্রী ও স্বামী হত্যা মামলায় ৬ জনের মৃত্যু দণ্ডের রায় দিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালত
সোমবার (৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো সুমন, লোকমান, শফিক, সুমন ২, আরিফুল ও জামাল। তাদের মধ্যে দণ্ডপ্রাপ্ত তিন আসামি সুমন, লোকমান ও শফিক পলাতক রয়েছেন।
এবিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ( ওসি ) মো. আসাদুজ্জামান জানান, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে রূপগঞ্জের দেবই গ্রামে খাদিজা নামের নারী ও তার স্বামী আবদুর রহমানকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় আসামিরা। তারা স্বামীকে বেঁধে খাদিজাকে দলবেঁধে ধর্ষণ করেন। পরে দুইজনকে হত্যা করে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেন। পরে ১৬ আগস্ট দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালতে পিপি এড. রকিব জানান, ২০০৯ সালে ১১ আগস্ট রূপগঞ্জে খাদিজা নামের নারী দলবেঁধে ৬ আসামি গণধর্ষণের পর হত্যা করে। আর এই ঘটনা তার স্বামী দেখা ফেলায় তাকেও হত্যা করে। এই মামলায় আজ ৬ আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আদালত। রায় ঘোষণা কালে তিন আসামি উপস্থিত ছিলেন। বাকী তিন আসামি পলাতক রয়েছে। এই রায়ে আমরা সন্তুষ্ট।
মামলা সূত্র জানা গেছে, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে রূপগঞ্জের দেবই গ্রামে খাদিজা নামের নারী ও তার স্বামী আবদুর রহমানকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় আসামীরা। তারা স্বামীকে বেঁধে খাদিজাকে গণধর্ষণ করে। পরে দুইজনকে হত্যা করে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেয়। ১৬ আগস্ট দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।ওই ঘটনায় ধর্ষিতা ও নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। আদালতে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।