নারায়ণগঞ্জের কন্ঠ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘ধৃষ্টতাপূর্ণ’ বক্তব্যে প্রদানের প্রতিবাদে পুলিশি বাধা উপেক্ষা করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার ( ১৯ জুলাই ) দুপুর বারোটায় যুবদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরে বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল। বিক্ষোভ মিছিলটি খানপুর হাসপাতালের মোড় হয়ে বের হতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ এসে বাধা দেয়। এসময়ে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এশিয়া মহাদেশের মধ্যে একজন জনপ্রিয় নেতা। আওয়ামী লীগের নেতারা তারেক রহমানের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি বক্তব্য দিচ্ছে। তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতা মান্নাফীর কটূক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাঁরা আরও বলেন, শিষ্টাচার আওয়ামী লীগের মধ্যে জন্মলগ্ন থেকেই অনুপস্থিত। মান্নাফী যদি তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে প্রত্যাহার না করে, দেশবাসী এবং দেশনায়ক তারেক রহমানের কাছে ক্ষমা না চান তাহলে রাজপথে এর জবাব নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা দিবে।
বিক্ষোভ মিছিল আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, মঞ্জুরুল আলম মুসা, শেখ মোহাম্মদ অপু, মিজানুর রহমান, আবুল হোসেন রিপন, সহ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, জাকির হোসেন সেন্টু, বন্দর থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদুল্লাহ মুকুল, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ,মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, কায়সার আহমেদ, আরমান হোসেন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: ইব্রাহিম, সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান, সদস্য নবী হোসেন নবু, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হোসেন কমল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নাজিম পারভেজ অন্তু, সহ- সাংগঠনিক সম্পাদক এ এইচ সৌরভ, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. এরশাদ আলী, সদস্য হাবিবুর রহমান মাসুদ, জুনায়েদ মোল্লা, যুুুুবদল নেতা কামরুল হাসান রনি, লিংকন খান, আঃ হাকিম, ফয়েজ উল্লাহ সজল, মোক্তার হোসেন, নাজমুল জোয়াদ্দার, সজিব আহমেদ, মানিক বেপারী, বিল্লাল হোসেন, স্বপন, নুরুল ইসলাম, মো. জামান, শামীম, জেকি, হাবিব, হারুন অর রশিদ, জনি, মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম হৃদয় প্রমূখ। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর যুবদল, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সদর থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অংশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন। তারই প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করেন তারা।