স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদল আয়োজিত যুব সমাবেশকে সফল করার লক্ষ্যে বিএনপির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম ও সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়ার নেতৃত্বে যুবদলের নেতাকর্মীদের বিশাল মিছিল অংশগ্রহণ করেছে।
বৃহস্পতিবার ( ২৭ অক্টোবর ) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এ যুব সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে যুব সমাবেশকে সফল করতে দুপুর থেকেই আড়াইহাজার উপজেলা যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও সুসজ্জিত হয়ে নটরডেম কলেজের সামনে জড়ো হতে থাকে।
পরে ব্যানার- ফেস্টুনে সু- সজ্জিত হয়ে টি- শার্ট ও লাল- সবুজ ক্যাপ মাথায় যুবদল লেখা ফিতা বেঁধে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে স্লোগানে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।
আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম ও সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়ার নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জোনায়েদ মাষ্টার, হাইজাদী ইউনিয়ন যুবদলের সভাপতি অলি উল্লাহ অলি, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা, দুপ্তারা ইউনিয়ন যুবদলের সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাদিম হোসাইন, বিশন্দী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক একে আজাদ, সাতগ্ৰাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি সাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক এনামুল হক, ফতেপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, সদস্য সচিব সাদেকুর রহমান সাদেক, খাগকান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জিনালী, সদস্য সচিব কামাল হোসেন, মাহমুদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন সরকার, কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুসা সিরাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম উজ্জ্বল, সদস্য সচিব ফকির জহির রহমান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন দিপু, উচিৎপুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এমদাদুল হক , সদস্য সচিব মো. অহিদুল্লাহ, গোপালদী পৌর যুবদল নেতা রুহুল আমিন মোল্লা, হাবিব প্রমুখ।