নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৫ ( সদর – বন্দর ) আসনে কারাবন্দি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছেন তার সহধর্মিণী এড. শামীমা খান ।
রবিবার ( ২৫ নভেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসে থেকে এড. সাখাওয়াত হোসেন খানের পক্ষে এই মনোনয়নপত্র ক্রয় হয় ।
উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, মহানগর বিএনপি নেতা এড. এইচ এম আনোয়ার প্রধান প্রমুখ ।
প্রসঙ্গত গত ৫ নভেম্বর সদর মডেল থানার একটি নাশকতার মামলায় শহরের চাষাঢ়া থেকে ডিবি পুলিশের হাতে আটক হোন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান । এ মামলায় নারায়ণগঞ্জের আদালতে জামিন চাওয়া হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন । পরে হাইকোর্ট থেকে গত ১৫ নভেম্বর এই মামলায় জামিন লাভ করেন এড. সাখাওয়াত হোসেন খান । কিন্তু ঐদিনই ফতুল্লা মডেল থানার আরেকটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ । ২০ নভেম্বর নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর নাহার ইয়াসমিনের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয় । বিচার রিমান্ড আবেদন নামঞ্জুর করে দুইদিন জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন । এরপর গত ১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রমে কারাবন্দি এড. সাখাওয়াত হোসেন খানের পক্ষে ঢাকা নয়া পল্টনে দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে এবং জমা দেন ।