নারায়ণগঞ্জের কন্ঠ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ ) আসনে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ- ৪ ( ফতুল্লা – সিদ্ধিরগঞ্জ ) আসনে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহ্ আলম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।
বুধবার ( ২৮ নভেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার রাব্বী মিয়ার কাছে এই মনোনয়নপত্র দাখিল করেন তারা ।
এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এড. আবুল কালাম আজাদ, সহ সভাপতি আঃ হাই রাজু, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লাসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
এর আগে মঙ্গলবার ( ২৭ নভেম্বর ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয় থেকে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র পান তারা ।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।