সংবাদ বিজ্ঞপ্তি: কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুলের ফরাজীকান্দার বাড়িতে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর এবং পরিবারের সদস্যদের হুমকি ধামকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন বলেন, বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভীতু হয়ে আওয়ামী সন্ত্রাসীরা কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুলের বাড়িঘরে হামলা ও পরিবারের সদস্যদের হুমকি ধামকি দিচ্ছেন। এই বিনা ভোটের অবৈধ সরকার আবারো একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তিনি এদেশের জনগণ না হতে নিবে না। বিএনপির চলমান আন্দোলনে ভীতু হয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গুন্ডাবাহিনীরা শাহাদুল্লাহ মুকুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েছে। বন্দর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য; শুক্রবার ( ২২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুলর ফরাজীকান্দার বাড়িতে স্থানীয় ছাত্রলীগ নেতা অপু, জিসান, শাওন, যুবলীগ নেতা সুজন, জনিসহ অর্ধশতাধিক নেতাকর্মী এ হামলা চালিয়েছে বলে শাহাদুল্লাহ মুকুল অভিযোগ করেন। এসময়ে বাড়ির গেইট, জানালা, সিসিটিভি ক্যামেরাও ভাংচুর চালায় এবং পরিবারের সদস্যদের হুমকি ধামকি দেয়। তবে ঘটনাকালে তিনি বাড়িতে ছিলেন না।