নারায়ণগঞ্জের কন্ঠ:
‘নির্ভরযোগ্য বিদ্যুৎ উত্ফুল্ল গ্রাহক, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড ( ডিপিডিসি ) এর আয়োজনে গ্ৰাহক সেবা সংক্রান্ত গনশুনানী অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার ( ১১ মার্চ ) সকালে শহরের খানপুর বৌ- বাজার এলাকায় এই গনশুনানী অনুষ্ঠিত হয় ।
ডিপিডিসি ( দক্ষিণ ) এর প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রকৌশল শেখ আবেদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ডিপিডিসির নির্বাহী পরিচালক ( অপারেশন ) প্রকৌশলী এটিএম হারুন অর রশিদ, প্রকৌশলী শহীদুল ইসলাম, প্রকৌশলী জি.এস. এম ফেরদৌস, তত্বাবধায়ক প্রকৌশলী সালেক মাহমুদ প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বলেন, ২০০৭/৮ সালে প্রতিদিন ৪/৫ বার বিদ্যুৎ চলে যেতেও । কিন্তু বর্তমানে সেই সমস্যা নেই । প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ নির্ভরযোগ্য বিদ্যুৎ সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি । বিদ্যুৎ উৎপাদনের মধ্যদিয়ে সেই সমস্যা এখন আর নেই । তিনি আরোও বলেন, আমরা বস হতে না সেবক হতে আসছি । আমরা আপনাদের বিদ্যুৎ সংযোগের মাধ্যমে সেবা দিতে চাই । আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগ নিতে পারেন । আর বিদ্যুৎ সংযোগের জন্য কাউ দালালদের কাছে যাবেন না । কারন আমাদের এখানে কেউ তৃতীয় পক্ষ নেই । আপনারা বিদ্যুৎ সংযোগের জন্য সরাসরি স্থানীয় প্রকৌশলীর কাছে যাবেন । তারা যদি তা না করে তাহলে আমাদের কাছে আসবেন অভিযোগ করেন । আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো । গ্ৰাহনকের জন্য সব সময় আমাদের দরজা খোলা ।
এ ছাড়া গণশুনানিতে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ শুনে তাত্ক্ষণিক সমস্যার সমাধান দিয়েছেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান । গনশুনানী শেষে ডিপিডিসি অনুমোদিত জি.এম অটো চার্জিং স্টেশনের শুভ উদ্বোধন করা হয় ।