নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশের একজন মহান ও কিংবদন্তী নেতা। যিনি ছাত্র জীবন থেকে সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই করেছে। যার জন্ম না হলে আমাদের এই বাংলাদেশের জন্ম হতো না।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) বিকেল শহরের দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রথমে আলোচনা সভা ও দোয়া করা হয়। এরপর কার্যালয়ে’র দ্বিতীয় তলায় মহানগর আওয়ামী লীগের নতুন ভবন উদ্বোধন করে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।
তিনি আরো বলেন, আসুন আমরা সকলে মিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে এই দেশে প্রতিষ্ঠা করি। আনেকেই বিভিন্ন মিছিলে স্লোগানের মাধ্যমে বলে আনোয়ার ভাইয়ের জয় হোক, খোকন সাহার জয় হোক কিন্তু আমরা এই স্লোগানে সন্তুষ্ট নই। আমরা চাই এই দেশকে বঙ্গবন্ধুর আদর্শে এবং শেখ হাসিনার নেতৃত্ব সামনে এগিয়ে নিতে। আসুন আমরা সকলে মিলে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলি।
মহানগর আওমীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেন, তিনি এক দিনে বঙ্গবন্ধু হন নাই, তিনি সাধারণ মানুষের অধিকার আদায় করতে গিয়ে তীলে তীলে বঙ্গবন্ধু হয়েছিলেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিসেস ইন্দীরা গান্ধীকে বলেছিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যুদ্ধের সময় আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলেন, আমাদেরকে মিত্র সৈন্য বহিনী দিয়ে সাহায্য করেছিলেন, কিন্তু এই মিত্র বাহিনী আপনারা কবে ফিরত নিবেন? তখন ভারত বঙ্গবন্ধু চাঁপে পড়ে সেই সৈন্য বাহিনীকে ফেরত নেয়! বঙ্গবন্ধু ছিল বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ সাহসী নেতা। যার জন্ম না হলে আমাদের এই বাংলাদেশের জন্ম হতো না।
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থতি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রোকন উদ্দিন আহমেদ, সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল, সহসভাপতি হান্নান আহমদে দুলাল, যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনকি সম্পাদক, জি.এম আরাফাত, সাংগঠনকি সম্পাদক এড. মাহমুদা মালা, প্রচার সম্পাদক এড. হাবীব আল মোজাদি পলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.আতিকুর রহমান সোহেল, বন্দর থানা আওয়ামী লীগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবদে হোসেন, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক নুর নাহার সন্ধ্যা প্রমুখ । দল