নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ-৪ ( ফতুল্লা – সিদ্ধিরগঞ্জ ) আসনের সংসদ সদস্য এ.কে. এম শামীম ওসমান বলেছেন, ডোন্ট প্লে, নারায়ণগঞ্জে খেইলেন না। সাংবাদিক কাউকে প্রশ্ন করবে, প্রশ্ন করার আগে তাকে জুয়ার মামলার আসামি কইরা দিবেন। আমার আত্মীয়-স্বজনকে মদের সাপ্লায়ার বানাবেন। মনে করবেন, আমি ভয় পেয়ে যাবো। এইগুলি কইরা আমাকে কাবু করতে পারবেন না।
শনিবার (৬ এপ্রিল) বিকেল ফতুল্লাস্থ ইসদাইরের বাংলা ভবন কমিউমিটি সেন্টারে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত এক জরুরী কর্মীসভায় তিনি এ কথা বলেন।
শামীম ওসমান আরও বলেন, সিনিয়র নেতারা রাগারাগি করছে, হৈচৈ করছে। আমি বলছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী কি দুর্নীতিবাজ খালেদা জিয়া? বাংলাদেশের প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা। উনি কি নারায়ণগঞ্জের খোঁজ রাখেন না? শুধু একটা কথাই বলি, উনি নারায়ণগঞ্জের খোঁজ রাখেন কি রাখেন না তা আগামী ১০/১২ দিনের মধ্যে টের পাইয়া যাবেন।
আওয়ামী লীগের এই সাংসদ বলেন, সমস্যা একটাই, আমাদের হাত-পা বাঁধা। বাদল, খোকন সাহা, চন্দন সবাই বলছে, কোন কথা চাই না, কর্মসূচি দেয়া হোক। তারা বলছে, পুরো নারায়ণগঞ্জে ৫ লাখ লোকের সমাবেশ কইরা পুরা নারায়ণগঞ্জ বন্ধ করে দেবো। আমি বলছি, নারায়ণগঞ্জে সবার পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে।
সোনারগাঁও থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, আইন বিষয়ক সম্পাদক এড. ওয়াজেদ আলী খোকন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী প্রফেসর শিরিন বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইসরাত জাহান খান স্মৃতি, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক এড. সুইটি ইয়াসমিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।