নারায়ণগঞ্জের কন্ঠ:
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত রাফী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ কমিউনিষ্ট পার্টিসহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দরা ।
শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা, নুসরাত হত্যাকান্ডকে একটি পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে বলেন, এর আগেও দেশে তনুসহ যতো নারীদের ধর্ষণের পর হত্যা করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে নুসরাত রাফীকে অকালে ঝরে পড়তে হতো না।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ বলেন, নুসরাতের যেই ঘটনাটি ঘটেছে এটি একটি নির্মম ঘটনা! এমন এর আগেও ঘটেছে। এইযে মাদ্রাসায় যে, ঘটনাটি ঘটলো এটি মদ্রাসার অধ্যক্ষ ঘটিয়েছে। কিন্তু তাকে এ বিষয়ে অভিযুুক্ত করাতে অনেকে বিক্ষোভ করেছে।
তারা মনে করছেন ধর্মীয় পরিচয় থাকলে সে কোন অপরাধ করতে পারেনা। আসলে ধারণাটি ভুল। কারণ আমাদের নবীজির প্রাণের টুকরো হোসেন (রা.) কে মেরেছিল একজন হাফেজ! সুতরাং অপরাধীর ধর্মীয় পরিচয় থাকলেও সে অপরাধী তাকে আইনের আয়োতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে।
নারায়ণগঞ্জ জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি হাবিবুর রহমান বলেন, আপনারা জানেন নুসরাত কি ভাবে খুন হয়েছে। নুসরাত শুধু আগুনে পুড়ে মারা যায়নি। ঐ শিক্ষক দ্ধারা সে একাধিক বার যৌন হয়রানির শিকার হয়েছে। আইনি সহায়তার জন্য সে থানায় গেলেও পুলিশ তাকে কোন সাহায্য করেনি।
কারন ঐ মাদ্রাসার শিক্ষক সরকারি দলের লোকজনের সাথে ভাল সম্পর্ক। তাই নুসরাত যখন মামলা করলো তখন পাঁচ জন নারী দিয়ে গায়ে আগুন দিয়ে দিল! আমরা বলতে চাই এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তাই দ্রুতই যেন আসামীদের আইন অনুযায়ী ফাঁসির ব্যবস্থা করা হোক।
সভায় নারায়ণগঞ্জ জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাসদ নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক, নিখিল দাস, খেলাঘর সংগঠনের সভাপতি রথীণ চক্রবর্তী, সমমনা সভাপতি দুলাল সহা, সিপিবি নেতৃ কমরেড শাহানারা, কবি জাকির হোসেন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ণ, খেলাঘর সংগঠন, উদীচি , গার্মেন্টস ট্রেড ইউনিয়ণ এর সদস্যরা।