নারায়ণগঞ্জের কন্ঠ:
বাংলা নববর্ষের প্রথম দিনে নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশীদ এক টেবিলে মিলিত হয়েছেন। বেশ কিছু দিন যাবৎ তাদের দুজনের মাঝে টানাপোড়ন সম্পর্ক চলছিল। দুই প্রান্ত থেকে দুই পক্ষই করেছেন আকার-ইঙ্গিতে বাকযুদ্ধ। এ নিয়ে আলোচনা শেষই হচ্ছিল না জেলায়, তবে সকল আলোচনার অবসান ঘটিয়ে আজ বাংলা নববর্ষ ১৪২৬ এর প্রথম দিন সংসদ সদস্য শামীম ওসমান ও পুলিশ সুপার হারুন অর রশিদ একত্রে মিলিত হয়ে বর্ষবরণ উদযাপন করেছেন।
বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নিমন্ত্রণে এসপির বাসভবনে আসেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান। এ সময় দুইজন এক টেবিলে বসে পান্তা-ইলিশ খান।
রোববার (১৪ এপ্রিল) দুপুর দেড়টায় এসপির বাসভবনে আসেন এমপি শামীম ওসমান। এমপির আগমনে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা পুলিশ সুপার ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
পরে এসপির বাসভবনের ভেতরে এক টেবিলে খেতে বসেন এমপি শামীম ওসমান ও এসপি হারুন অর রশীদ। এ সময় অতিথিকে খাবার পরিবেশন করে দেন এসপি। খাওয়া শেষে বেলা আড়াইটার দিকে চলে যান শামীম ওসমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।
পহেলা বৈশাখ উপলক্ষে সকাল থেকে পুলিশ সুপারের বাস ভবনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সেই সঙ্গে পান্তা-ইলিশেরও আয়োজন ছিল। এতে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।