নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের মাদক বিরোধী সাড়শী অভিযানে একাধিক নারী মাদক ব্যবসায়ীসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার ( ২১ এপ্রিল ) বিকেল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামের নেতৃত্বে সদর থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৭টি মামলা দায়ের করা হয়েছে ও বাকী ১০ জনকে ৫৪ ধারা আদালতে প্রেরণ করেন পুলিশ ।
আসামীরা হলো, মো. সজিব (৩৪), পলাশ (৪২), মো. শামীম (৩৫), আঃ খালেক (৪০), নাজমুল হাসান (৩০), সোহেল (২২), মো. আল রাহাত (৪৭), মো. আল রাজু (৪৯), মো. মাসুদ ওরফে জামাই মাসুদ (৪৯), শিরিন আক্তার (৩৫), শামীম (৩২), মো. নুরুল হক ওরফে বুড়া (৪৭), জোসনা বেগম (৫০) ।
বৃস্পতিবার (২২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য দেন । তিনি জানান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশ ক্রমে সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নারী মাদক ব্যবসায়ীসহ ২৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৭টি মামলা দায়ের করা হয়েছে ও বাকী ১০ জনকে ৫৪ ধারা আদালতে প্রেরণ করা হয়েছে । আমাদের এই অভিযান অব্যাহত থাকবে । মাদকের বিরুদ্ধে নো কম্প্রমাইজ।