নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, আমরা সবাই একটা পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছি। আমরা চাই মাদকমুক্ত নারায়ণগঞ্জ, চাই চাঁদাবাজ এবং ফুটপাতের হকার মুক্ত নারায়ণগঞ্জ রাস্তার পাশের ময়লা পরিস্কারের দায়িত্ব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কিন্তু স্বল্প জনবলের কারনে তারা তা পরিপূর্ণভাবে করতে পারছে না তাই আমরা সকলে মিলে তাদেরকে সহযোগিতা করবো একটি পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে।
বিডি ক্লিন নারায়ণগঞ্জের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন করা হয়।
পুলিশ সুপার আরো বলেন, বিডি ক্লিনের এই আয়োজনকে আমি ধন্যবাদ জানাই। শহরকে পরিচ্ছন্ন করার যে কোন উদ্যোগে আমি সব সময় পাশে থাকবো। তবে শহরের ময়লা পরিস্কারের মাধ্যমে এই কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না, সমাজকে পরিচ্ছন্ন করতে শহরের মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু চাঁদাবাজদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। আমাদের ১০ জন সোর্স যে খবর দিতে পারবে, তোমাদের ৫০০ জন তারচেয়ে বেশী খবর জোগাড় করতে পারবে। কারন মাদক নির্মূল করতে পারলে, ভূমিদস্যুতা থেকে একটি পরিবারকে মুক্তি দিতে পারলে প্রকৃত পরিচ্ছন্নতা অর্জণ সম্ভব হবে। আর প্রতিটি ভালো কাজে আমাকে সব সময় পাশে পাবেন।
বক্তব্য শেষে বিডি ক্লিন সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার হারুন অর রশিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, বিডি ক্লিনের উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিন প্রমূখ।