নারায়ণগঞ্জের কন্ঠ:
নব গঠিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা পরিষদ আগামী ১৫ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবে। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক যোগ্য লোকদের দিয়েই ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি দিপক কুমার সাহা।
এ বিষয়ে দিপক সাহা জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা রয়েছে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা যাচাই বাছাই করছি যাতে করে যোগ্য লোক দিয়ে কমিটি গঠন করা যায়। তবে কারা সে কমিটিতে থাকছেন তা এখনই বলা যাবে না।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপণ পরিষদের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হবে এবং তাতে কোন বিতর্কিত লোককে রাখা হবে না। আমরা আশা করছি সকলের নিকট গ্রহনযোগ্য একটি কমিটি উপহার দিতে পারবো আর সে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।
প্রসঙ্গত, গত ২৭ জুলাই শহরের বাঁধন কমিউিনিটি সেন্টারে জমকালো সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপণ পরিষদের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপণ পরিষদের সমন্বয়ক ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বাংলাদেশ পূজা উদযাপণ পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত অনুষ্ঠানের উদ্বোধক এবং সাধারণ সম্পাদক নির্মল কুমার ব্যানার্জি প্রধাণ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় জন প্রতিনিধি, সুশিল সমাজের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বীগন।
দ্বিবার্ষিক এই সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপণ পরিষদের সভাপতি হিসেবে দিপক কুমার সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপণ পরিষদের সভাপতি হিসেবে অরুন কুমার দাশ ও সাধারণ সম্পাদক হিসেবে উত্তম কুমার সাহাকে নির্বাচিত করা হয়।