নারায়ণগঞ্জের কন্ঠ:
লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এর আওতায় একদিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) রেহানা আক্তার, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন সরকার, কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, জামপুর ইউনিয়নের চেয়ারম্যার হামীম শিকদার শীপলু, সানমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, , সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অদুদ মাহমুদ, দুপ্তারা ইউনিয়নের চেয়ারম্যান শাহিদা মোশারফ, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ আবু তালিব, কালাপাহারিয়া ইউনিয়র চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম স্বপন, খাগকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম, মোগড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরিফ মাসুদ, নোয়াগাও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউসুব দেওয়ান সহ দুই উপজেলার সচিবগণ উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষন কর্মশালায় সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও সচিবদের অংশ গ্রহনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।