নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার যুবলীগ নেতা আমজাদ হোসেন হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৪০ জন নেতাকর্মী ।
সোমবার ( ৩০ সেপ্টেম্বর ) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালতে এ হাজিরা দেন তারা ।
আসামি পক্ষের আইনজীবী এড. খোরশেদ আলম মোল্লা জানান, যুবলীগ নেতা আমজাদ হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৪০ জন নেতাকর্মী আদালতে হাজিরা দিয়েছেন । আজকে এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিলো কিন্তু কোন সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় আসামিরা হাজিরা দেন । আগামী ২০(২) ২০২০ তারিখ পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত ।
নজরুল ইসলাম আজাদ বলেন, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা । এই মামলায় আমার কিংবা আমার নেতাকর্মীদের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই । আমাকে রাজনৈতিক ভাবে হয়রানির করতেই এই মামলা । তবে আমি আশা করছি যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে আমিসহ নেতাকর্মীরা এই মিথ্যা মামলা থেকে খালাশ পাবো ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচরুখী এলাকায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ নেতা আমজাদ হোসেন নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে সজীবকে প্রধান আসামি এবং বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, তার ছোট ভাই রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুসহ ৩৩ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করেন।