নারায়ণগঞ্জের কন্ঠ:
তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) রেজি. নং বি-১১৯৩ এর কার্য নির্বাহী পরিষদের নির্বাচনে কাজিমউদ্দিন প্রধানের নেতৃত্বাধীণ কাজিম-আয়েজ পরিষদ পূর্ণ প্যাণেলে জয়লাভ করেছে।
সভাপতি পদে কাজিমউদ্দিন প্রধান প্রতিদ্বন্দি মামুন অর রশিদকে ৩৩২ ভোটের ব্যাধানে পরাজিত করে পরপর তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন।
কাজিমউদ্দিনের মোট প্রাপ্ত ভোট ৬৪২ আর মামুন অর রশিদের প্রাপ্ত ভোট সংখ্যা ৩১০।
মঙ্গলবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জসহ বাংলাদেশের ৯টি কেন্দ্রে সকাল ৮টায় একযোগে ভোট ভোট গ্রহন শুরু হয়ে একটানা ৪টা পর্যন্ত চলে। মোট ১৩টি পদে দুটি প্যাণেলে ২৬ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছেন। মোট ভোটার ১০৯০ জন।
মঙ্গলবার ভোট গ্রহন শুরু হলে সভাপতি প্রার্থী কাজিমউদ্দিন প্রধান নারায়ণগঞ্জের চাষাঢ়া বালুর মাঠে অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রে ভোট প্রদান করেন। এ সময় তিনি পূর্ণ প্যাণেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তা মেনে নেবেন বলে জানিয়েছেন।
নারায়ণগঞ্জ ছাড়া বাকী ভোট কেন্দ্রগুলো হলো ডেমরা, সোনারগাঁ, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকার কাওরানবাজার ও মতিঝিল।
নির্বাচনে কাজিমউদ্দিন প্রধানের নেতৃত্বাধীণ বিজয়ী প্যাণেলের বাকী প্রার্থীরা হলেন সাধারণ সম্পাদক পদে সৈয়দ আয়াজউদ্দিন আহাম্মদ, সহ-সভাপতি পদে একেএম কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে জাকির হোসেন, সহ সম্পাদক পদে ফারুক আহমেদ, অর্থ সম্পাদক পদে ফারুক হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক পদে রতন বসু, প্রচার সম্পাদক পদে মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আক্তারুজ্জামান, কার্যকরী সদস্য পদে হারুন অর রশিদ, শাহ্ মোহাম্মদ আকমল, মোহাম্মদ তাইজুল ইসলাম।
পরাজিত মামুন হাসান পরিষদে সভাপতি পদে মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক পদে মোঃ হাসান আলী, সহ-সভাপতি পদে মতিউর রহমান, সহ-সভাপতি পদে মোজাম্মেল হক, সহ সম্পাদক পদে তহরুল হক, সাংগঠনিক সম্পাদক পদে হাসানুর রহমান, অর্থ সম্পাদক পদে মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক পদে জাকির হোসেন, প্রচার সম্পাদক পদে মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে আবু আরিফ চৌধুরী, কার্যকরী সদস্য পদে একেএম মঞ্জুরুল হক, আবুল কালাম পারভেজ, আজিজুল হাকিম ।