নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জের বধ্যভূমিগুলো সংরক্ষণের জন্য শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। তিনি বলেন, নারায়ণগঞ্জের যতগুলোর বধ্যভূমি রয়েছে সেগুলো সংরক্ষণের জন্য শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে। আর আমি থাকা অবস্থায়ই এ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঐতিহ্যবাহী আলীগঞ্জ খেলার মাঠে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আয়োজিত ডি.সি. গোল্ডকাপ টুর্নামেন্টের প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইতিমধ্যে কাজ শুরু করেছে। কিন্তু সে খুঁজে পাচ্ছে না। এখানকার মুক্তিযোদ্ধারা স্পষ্ট করে কিছু বলছে না। নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধারা খুব ভালো মানুষ। কিন্তু কিছু বলতে পারছে না। আপনারা কয়েকদিনের মধ্যেই আমার কাছে একটি প্রস্তাবনা রাখুন। আমি আর ইউএনও মিলে যথাযথ উদ্যোগের মধ্যে দিয়ে বধ্যভূমিগুলো সংরক্ষণের ব্যবস্থা করবো।
আলীগঞ্জ ক্লাবের সভাপতি শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কেইউ আকসির, সহসভাপতি এজেডএম ইসমাইল বাবুল, আলীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজী মফিদুল ইসলাম,কুতুবপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দীন জজ ও জাতীয় দলের সাবেক তারকা ফুটবল খেলোয়াড়বৃন্দ।
চতুর্থ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জাকির ফুটবল একাডেমী ৩- ২ উত্তর পানগাও ইয়ূথ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও রানার্স আপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।