নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সব উপজেলা ও পৌর বিএনপির কার্যক্রম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের পরামর্শে পরিচালিত হবে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি কাজী মনিরুজ্জামানকে সভাপতি ও অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। সেই কমিটিতে সহ-সভাপতি ছিলেন শাহ আলম, খন্দকার আবু জাফর, প্রয়াত জান্নাতুল ফেরদৌস, শাসমসুজ্জামান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, আজহারুল ইসলাম মান্নান, আবদুল হাই রাজু, মনিরুল ইসলাম রবি, ব্যারিস্টার পারভেজ আহমেদ, যুগ্ম সম্পাদক ছিলেন লুৎফর রহমান খোকা, এম এ আকবর, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না, মাসুকুল ইসলাম রাজীব ,সহ সাংঠনিক সম্পাদক উজ্জল হোসেন, অ্যাডভোকেট মাহমুদুল হাসান, রুহুল আমিন শিকদার। কার্যকরী সদস্য ছিলেন, সাবেক সাংসদ রেজাউল করীম, সাবেক সাংসদ গিয়াস উদ্দিন, আড়াইহাজার থানা বিএনপি’র সভাপতি প্রয়াত বদিরউজ্জামান খান খসরু , কেন্দ্রীয় বিএনপি’র সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর এবং মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া। ওই কমিটিকে পরের ৩০ দিনের মধ্যে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশনা দেয়া হয়। কিন্তু বারবারই ওই আংশিক কমিটি কার্যক্রমে সাংগঠনিক দুর্বলতার চিত্র ফুটে ওঠে।