প্রেস বিজ্ঞপ্তি : আগামী শুক্রবার “জাতীয় নাজাত দিবস” ঘোষণা করে রোযা পালনের আহ্বান জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
বুধবার ( ১ এপ্রিল ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাস এর করাল গ্রাস থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সাহায্য প্রার্থনায় আগামী ৩ এপ্রিল, শুক্রবার “জাতীয় নাজাত দিবস” ঘোষণা করে সারাদেশের সকল মুসলিম জনতাকে দুইটি নফল রোজা রাখার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
পবিত্র হাদীস শরীফে শাবান মাসের তিনটা রোযার উপর গুরুত্বারোপ করা হয়েছে। তাই, সমগ্র দেশবাসী মুসলিম জনতা আগামী ৩ এপ্রিল শুক্রবারকে কেন্দ্র করে দুই থেকে তিনটা রোযা পালন করতে পারেন। এজন্য নিজেরা রোযা পালন সহ দেশজুড়ে জনগণকে আহ্বান জানাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।