নারায়ণগঞ্জের কন্ঠ : নারায়ণগঞ্জ জেলাকে ইতিমধ্যে অনির্দিষ্টকালের লকডাউন ঘোষণা করেছে (আইএসপিআর )। করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ ঘোষণা করা হলো । তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্য দ্রব্য সরবরাহ এর আওতা বহির্ভূত থাকবে। দেশের এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের অসহায় মানুষ গুলো । বর্তমান এই চলমান সংকটে স্থানীয় জনপ্রতিনিধি ও ধনী এবং বিত্তবানদের খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইর সাধারণ সদস্য, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম প্রচার সম্পাদক এবং আওয়ামীলীগ নেতা সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল ।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে গৃহবন্দি হয়েছেন পড়েছে নারায়ণগঞ্জের নিম্ন আয়ের অসহায় হতদরিদ্র মানুষ গুলো । বিশেষ করে গ্ৰামের খেটে খাওয়া মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে । এমন পরিস্থিতিতে সকল জনপ্রতিনিধি ও বিত্তবানদের অসহায় নিম্ন আয়ের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়াতে হবে । ইতোমধ্যে আমাদের প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা স্থানীয় প্রশাসনের মাধ্যমে এ সকল দরিদ্র্য জনগণের কষ্ট লাঘবের জন্য বিশেষ প্রণোদনা ব্যবস্থা চালু করেছেন এবং তাদের সাহায্য-সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছেন।’বর্তমান পরিস্থিতিতে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের সকল নেতা-কর্মী ও বিশেষকরে স্থানীয় জনপ্রতিনিধিদের জনগণের পাশে দাঁড়াতে বলেছেন ।
তিনি আরোও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নারায়ণগঞ্জ জেলার লক্ষ লক্ষ মানুষ গৃহবন্দী রয়েছে। এসকল মানুষ গুলোর পাশে স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান ও মেম্বারসহ ধনী ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সরকারি বা বেসরকারি ভাবে যে যার যার স্থান থেকে সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আর সরকার বরাদ্দকৃত ত্রান সামগ্রী সঠিক ভাবে অসহায় মানুষ গুলোর কাছে বিতরণ করা এবং তাদের পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানাচ্ছি । এগুলো অসহায় জনসাধারণের হক তা থেকে তাদেরকে বঞ্চিত করবেন না ।
তিনি বলেন, আপনারা আতঙ্কিত হবেন না। ধৈর্য্য দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এই প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে। ঘরে ঘরে সচেতনতা ও সতর্কতার দুর্গ গড়ে তুলতে হবে। আমাদের সম্মিলিত প্রয়াসে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সক্ষম হবো।