নারায়ণগঞ্জের কন্ঠ : লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নিম্ন আয়ের হতদরিদ্র অসচ্ছল দুইশত হিন্দু সম্প্রদায়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লায়ন মাহবুবুর রহমান ভূঁইয়া বাবুল।
বুধবার ( ২০ মে ) সকালে বারদী রিবর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মনিপাড়া, মডের পুকুর পাড়, মারগুন্ডিপাড়া এলাকার হিন্দু পরিবার গুলোর মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ লায়ন বাবুল ।
সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে এসময় আরোও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, বারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারিস মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়া, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ, রিপন মুন্সি, হযরত আলী, শিবুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
এছাড়াও সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস ব্যাপকভাবে পালন করে থাকে। এবছর করোনার প্রার্দুভাবের মধ্যে বিগত আড়াই মাস ধরে ভূঁইয়া ফাউন্ডেশন বেকার, দুঃস্থ, অসহায় ও ঘরবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ।