নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আজহারুল ইসলাম মান্নান । মরহুম জান্নাতুল ফেরদৌসের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপণ করেছেন মান্নান ।
বুধবার ( ৪ ডিসেম্বর ) এক শোক বার্তায় আজহারুল ইসলাম মান্নান বলেন , জান্নাতুল ফেরদৌস ছিলেন একজন নিবেদিতপ্রাণ জিয়ার সৈনিক, অত্যন্ত বিনয়ী এবং পরিচ্ছন্ন রাজনীতিবীদ। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে মহান সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করছি।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস (৬০) বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানী ঢাকার মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
জান্নাতুল ফেরদৌস শহরের দেওভোগ নাগবাড়ি এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক কর্মী রেখে গেছেন।