নারায়ণগঞ্জের কন্ঠ : দীর্ঘ দিন যাবতই নারায়ণগঞ্জবাসীর দাবি ছিল নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) সেবা চালু করার। আইসিইউ না পেয়ে মৃত্যুর অভিযোগও রয়েছে। এ নিয়ে নানা সময় বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন ও সমাবেশও হয়েছে। অবশেষে সংসদ সদস্য শামীম ওসমানের অনুরোধে জেলার প্রো অ্যাকটিভ ও আল- বারাকা নামে দুটি প্রাইভেট ক্লিনিক আইসিইউ সেবা দিতে সম্মত হয়েছে। এই বেসরকারি ক্লিনিক দুটি করোনা আক্রান্ত রোগীদের আইসিইউ সেবা প্রদান করবে।
সোমবার (২২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এ সময় জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, জেলা করোনার ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম, প্রো এ্যাকটিভ ও আল বারাকার প্রতিনিধিদের উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘ সময়ে নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে আইসিইউ সেবা চালু করা সম্ভব হয়নি। তবে সব সরঞ্জাম চলে আসায় আগামী ৭ দিনের মধ্যে এ হাসপাতালে আইসিইউ সেবা চালুর প্রত্যয় ব্যক্ত করেছেন শামীম ওসমান। পাশাপাশি প্রো অ্যাকটিভ ও আল বারাকায় করোনা চিকিৎসা দেওয়ার মতো চিকিৎসক, নার্স সংকট থাকায় জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে তা সমন্বয় করে দেওয়ার প্রতিশ্রæতিও দিয়েছেন তিনি।
শামীম ওসমান আরো বলেন, আমি প্রো অ্যাকটিভ ও আল- বারাকাকে সেলুট জানাই। কোনো সরকারি সাহায্য ছাড়াই, তারা বিনা খরচে করোনা চিকিৎসা দিবে। এ হাসপাতাল দু’টির যতটুকু সাহায্য দরকার, আমরা সিভিল সার্জনের পক্ষ থেকে করবো। আজ থেকেই করোনা রোগী ভর্তি হবে।
প্রো অ্যাকটিভ মেডিকেল কলেজের ডাক্তার ডা. মজিবুর ইসলাম বলেন, আমাদের জুনিয়র ডাক্তার নেই, ওয়ার্ড বয় নেই, নার্স নেই। শিঘ্রই আমরা এ গুলো পূরণ করে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের লিমিটেশন এমপি সাহেব ফিলআপ করবেন। আমরা আমাদের স্বাভাবিক সেবার পাশাপাশি করোনা রোগীদের সেবাও দিয়ে যাবো।
উল্লেখ্য, এর আগে বিগত দুই মাসেরও বেশি সময় ধরে আইসিইউ সেবা চালু করতে পারেনি নারায়ণগঞ্জ করোনা হাসপাতাল। এতে এখানকার করোনা আক্রান্ত রোগীরা অনেক ভোগান্তির মুখে পড়ছেন। এর মাঝে আইসিইউ’র অন্যান্য সরঞ্জাম পাওয়া গেলেও বেডের অভাবে আইসিইউ ইউনিট চালু করতে পারেনি কর্তৃপক্ষ। অবশেষে সোমবার আইসিইউ বেড পাওয়া গেছে।