নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ- ৪ ( ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান ।
বুধবার ( ২৮ নভেম্বর ) বিকেল ৩ টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রাব্বী মিয়ার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি ।
এসময় সাংসদ শামীম ওসমানের সাথে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদর, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক হাজী শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, শেখ সাফায়েত আলম সানি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাসেল প্রধান, মহানগরের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসানুর রহমান বিন্দু, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শিরীন বেগম, মহানগরের সভানেত্রী ইসরাত জাহান স্মৃতি, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক এড. সুইটি ইয়াসমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।