নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল বলেছেন,বর্তমান সরকারের অধীনে আমরা আর কোন নির্বাচনে অংশগ্রহণ করব না। ২০১৪ সালে দেখেছি ২০১৮ সালেও দেখেছি। ১৪ সালের পাতানো নির্বাচন আর ১৮ সালের দিনের ভোট রাতেই দিয়েই তারা অবৈধ পথে ক্ষমতায় এসেছিল। আমরা আর এই সরকারকে বিশ্বাস করিনা। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক ছাড়া কোন নির্বাচন হবে না। আওয়ামী লীগকে এদেশে আর কোন পাতানো নির্বাচন করতে দেওয়া হবে না। জীবন দিয়ে হলে আওয়ামী লীগকে প্রতিহত করা হবে। আগামী দিনে শেখ হাসিনার সরকারকে ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অধীনে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এদেশের ক্ষমতার পালাবদল হবে ইনশাল্লাহ।
বিএনপি’র কেন্দ্র ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও ১০দফা বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আওতাধীন বন্দর থানা ও উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্যে রাখতে তিনি এসব কথা গুলো বলেন।
শনিবার ( ৮এপ্রিল ) বন্দরের সোনাকান্দা এলাকায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়।
তিনি আরও বলেন, বর্তমান ফ্যাসিবাদী ও হরিলুটের সরকারের কারনেই দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মানুষ আজকে দ্রব্যমূল্য কিনতে পারে না। মানুষের পেটে ভাত নাই। সরকারের সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমাদের নেতা জননেতা তারেক রহমান গণতন্ত্রের জন্য সব সময় রাজপথে ছিল আমাদের নেতাকে নির্বাসিত করে রাখা হয়েছে।
বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হক রানা’র সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, হাবিবুর রহমান দুলাল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব এড. এইচ এম আনোয়ার প্রধান।