নারায়ণগঞ্জের কন্ঠ:
শহরের খানপুর বরফকল এলাকায় জেলা প্রশাসকের বিপরীতে বিআইডব্লিউটি’র গোডাউনে ভয়াবহ আগুনে ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পরে বলে ধারনা করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে অগ্নিকাণ্ডের সময়ে ঘটনাস্থল পরিদর্শন করতে এসে তিনি এসব কথাগুলো বলেন।
নৌ-পরিবহন মন্ত্রী গনমাধ্যম জানান, ইটালী থেকে আমদানিকৃত উন্নতমানের প্রায় ৪৮ হাজার পিছ প্লাষ্টিক পাইপ এখানে রাখা হয়েছে। যার মূল্য পনের কোটি টাকা। সাধারন পানিতে আগুন নিয়ন্ত্রন সম্ভব হচ্ছে না। আগুন নিয়ন্ত্রনে ফোম কামান গাড়ি এসেছে। দেখা যাক কি পরিমান পাইপ রক্ষা করা যায়।
এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত আশপাশের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
তবে অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে ঘটেছে তা কেউই এখন পর্যন্ত নিশ্চিত করে জানাতে পারেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে খানপুর বরফকল এলাকায় বাসভবনের রাস্তার অপর দিকে বিআইডব্লিউটিএ’র গুদামের পাশে ড্রেজিংয়ের প্লাষ্ট্রিকের পাইপ থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের আগুনের সূত্রপাত ঘটে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের কালো ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের ভয়াবহতা ক্রমেই বাড়তে থাকলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনা স্থলে নারায়ণগঞ্জ ঢাকাসহ ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
নারায়ণগঞ্জে সরকারি ড্রেজার গুদামে আগুনের খবর পেয়ে বিকেল তিনটায় নৌ-পরিবহন মন্ত্রী মাজাহান খান ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, জেলা প্রশাসক রাব্বী মিয়া ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বিভিন্ন গুদাম পরিদর্শন করে আগুনের ক্ষয়ক্ষতির অবস্থা ঘুরে দেখেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচারলক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, আগুন নেভাতে ১৬টি ইউনিট কাজ চলছে। তবে আগুন লাগার কারন এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রনে আনতে ঢাকায় ফায়ার সার্ভিসের প্রধান কার্য্যালয় থেকে আরো কয়েকটি ইউনিট আনা হয়েছে। শীঘ্রই আগুন নিয়ন্ত্রনে এসে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কামরুল ইসলাম জানান, আগুনে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি। নিরাপত্তায় স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।