নারায়ণগঞ্জের কন্ঠ:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ ( আড়াইহাজার ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী তরুণ বিএনপি নেতা কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আড়াইহাজারের সাতগ্ৰাম ইউনিয়নে গনসংযোগ করেছেন ।
শুক্রবার ( ৩০ নভেম্বর ) সকালে থেকে দুপুর পর্যন্ত আড়াইহাজার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাড়া মহল্লায় হাট বাজারে সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় করেন । এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন ।
এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। তবে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। প্রতিদিনই বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে পুলিশ রেইড দিচ্ছে। সরকার দলীয় লোকজন বাড়ি ছেড়ে চলে যেতে বলছে, নেতা–কর্মী ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। সবাই আতঙ্কের মধ্যে আছে। এই পরিবেশে সুষ্ঠু নির্বাচন হওয়া দুরূহ। তিনি আরও বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষের গনতন্ত্র পুনঃ উদ্ধার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে । একাদশ জাতীয় সংসদ নির্বাচন হলো আমাদের মুক্তির আন্দোলন । এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে । তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আড়াইহাজার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ী করতে । এই বিজয়ের মধ্য দিয়ে মুক্তি পাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুনঃ উদ্ধার হবে দেশের গনতন্ত্র ।
উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি লুৎফর রহমান আব্দু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, আড়াইহাজার বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভুঁইয়া, আড়াইহাজার যুবদলের আহ্বায়ক মোঃ জুয়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু , আড়াইহাজার মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ উল্লাহ, আড়াইহাজার থানা ছাত্রদল নেতা আসাদুজ্জামান, মোঃ নাদিম, জহিরুল মোল্লা সহ অনেকেই ।
প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।