নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আড়াইহাজারে এখনো নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড পরিবেশ তৈরি হয়নি । এখনও প্রতিনিয়ত বিএনপির নেতা-কর্মীদেরকে ক্ষমতাসীন দলের হুমকি ধামকি দেওয়া হচ্ছে । এখানে আওয়ামীলীগের সমর্থন প্রার্থী নজরুল ইসলাম বাবুর বিভিন্ন জায়গায় বড় বড় রঙ্গিন বিলবোর্ড ও রঙিন পোস্টারও রয়েছে এগুলো ব্যাপারে পদক্ষেপ নিতে রিটার্নিং অফিসারকে অতিবাহিত করেছি ।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নারায়ণগঞ্জের ৫টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথাগুলো বলেন।
মতবিনিময় সভা সম্পর্কে তিনি বলেন, আসন্ন একাদশ নির্বাচনের আচরণ বিধি নিয়ে কথাবার্তা হয়েছে । আমরা এখন থেকে নির্বাচন পর্যন্ত আমাদের কি কি নিয়ম মেনে চলতে হবে এসব ব্যাপারে সার্বিক আলোচনা করা হয়েছে । আর আমরাও আমাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেছি। আমি ছাড়াও রূপগঞ্জের কাজী মনিরুজ্জামান সাহেব, বন্দরের এসএম আকরাম সাহেব তারা তাদের সমস্যা তুলে ধরেছেন। আমি আমার আড়াইহাজারের সমস্যা তুলে ধরেছি। এ সময় জেলা প্রশাসন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন আহমেদ রিয়াদ সহ অনেকেই ।