নারায়ণগঞ্জের কন্ঠ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের উপর হামলার ঘটনা ঘটেছে । হামলায় বিএনপি নেতা আজাদসহ ১৫জন আহত হয়েছে । সোমবার ( ১ জুন ) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে ।
এ বিষয়ে নজরুল ইসলাম আজাদ অভিযোগ করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচি শেষে ফেরার পথে আড়াইহাজার থানার পূর্ব পাশে দক্ষিণ পাড়া ব্রীজের সামনে আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায় । এ সময়ে আমিসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হোই । আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
জানাগেছে , বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আড়াইহাজারে তিন দিনের কর্মসূচি দেন বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ । দ্বিতীয় দিনের কর্মসূচি অনুযায়ী বিকেলে আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম আজাদ । কর্মসূচি শেষে ফেরার পথে অজ্ঞাত নামা অর্ধশত লোকজন বিএনপি নেতা আজাদের উপর অর্তকিত হামলা চালায় । এসময়ে আজাদসহ আড়াইহাজার যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মাসুম শিকারী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ, ছাত্রদলনেতা রনি, রানা, রাসেল, ইয়াসিন, আশরাফুল, নাদিমসহ ১৫ জন আহত হয়েছে ।