সংবাদ বিজ্ঞপ্তি: আড়াইহাজার থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মনির হোসেনের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও আড়াইহাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান শান্ত, ব্রাহ্মন্দী বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম মোল্লা, যুবদল নেতা আক্তার হোসেন, ব্রাহ্মন্দী ইউনিয়ন ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শোয়ব খানের বাড়িঘরে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের অর্তকিত হামলা চালিয়ে দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
এক বিবৃতিতে নজরুল ইসলাম আজাদ বলেন, সরকার পতের এক দফা দাবিতে নারায়ণগঞ্জসহ সারাদেশে বিএনপির গনজোয়ার বইছে। তা দেখে আড়াইহাজারের বিনাভোটের এমপি ও তার আওয়ামী লীগের নেতাকর্মীরা পাগল হয়ে গেছে। তারেক রহমানের ডাকে বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মিটিং মিছিলে আড়াইহাজার থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ। নেতাকর্মীদের রুখতে না পেরে এখন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, আড়াইহাজার বিএনপি’র নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে এসকল হামলা ও ভাংচুর চালিয়ে নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না। আড়াইহাজার বিএনপির নেতাকর্মীরা জেগে উঠেছে। এই সরকারের পতন না ঘটিয়ে নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না। অবিলম্বে হামলাকারীর সাথে জড়িত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য- গতকাল বুধবার ( ২ আগস্ট ) রাতে আড়াইহাজার উপজেলাধীন ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল হাসান তুষার নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মনির হোসেন বালিয়াপাড়া বাজারে ডা. মনির হোসেনের ওষুধের দোকানে ও আড়াইহাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান শান্ত, ব্রাহ্মন্দী বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম মোল্লা, যুবদল নেতা আক্তার হোসেন, ব্রাহ্মন্দী ইউনিয়ন ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শোয়ব খানের বাড়িঘরে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মী আতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়িঘরের দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের করেছে বলে অভিযোগ উঠেছে।