নারায়ণগঞ্জের কন্ঠ:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদত বার্ষিকী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি এবং সু চিকিৎসার দাবিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ( ২২ মে ) বিকেলে আড়াইহাজার বিএনপির কার্যালয়ে সামনে আড়াইহাজার মহিলা দলের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আরোও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি লুৎফর রহমান আব্দু, অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, সহ যুব বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, সদস্য আফজাল হোসেন, আড়াইহাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন মন্টি, আড়াইহাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম লাভলু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, মাসুম শিকারী, ঢাকা দক্ষিণ শ্রমিক দলের সহ সভাপতি বাহাউদ্দিন নোবেল, জেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক নুর নাহার বেগম, মহানগর মহিলা দলনেত্রী সাজেদা খাতুন মিতা, সোনারগাঁও মহিলা দলের সভানেত্রী রুমা আক্তার, সাধারণ সালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার কাজল, আড়াইহাজার মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম, কাঞ্চন পৌর মহিলা দলের সভানেত্রী হাজেরা মঞ্জুন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা মোতাহার হোসেন রাফেল প্রমুখ ।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, এদেশের বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান । আজ সেই গনতন্ত্র বন্দি জেলখানায় । দেশে গনতন্ত্র বলতে কিছুই নেই । আওয়ামীলীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলা গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাভোগ করছে । অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সু চিকিৎসা ও মুক্তির দাবি জানাচ্ছি । তিনি আরোও বলেন, সামনে কঠিন কর্মসূচি ঘোষণা করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । তিনি ছাত্রদল, যুবদল , মহিলা দলসহ সবাই প্রস্তুত থাকতে বলেছেন । ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দিক নির্দেশ মূলক আন্দোলনের ঘোষণা দিবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তা পালন করবো । ইনশাল্লাহ দূর্বার আন্দোলন গড়ে তুলে আওয়ামীলীগের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ।
এ সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়া সু স্বাস্থ্য এবং কারামুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।