নারায়ণগঞ্জের কন্ঠ: আড়াইহাজার উপজেলা বিএনপির অধীনস্থ বাকী আরও ৪টি ইউনিয়ন দুপ্তারা , ব্রাক্ষন্দী , মাহমুদপুর, উচিৎপুরা ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার ( ৮ মার্চ) গনমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে আড়াইহাজার উপজেলা বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী ভূঁইয়া মেম্বার ও সদস্য সচিব জুয়েল আহমেদ ।
আড়াইহাজার উপজেলা বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী ভূঁইয়া ও সদস্য সচিব জুয়েল আহমেদ বলেন , আলহামদুলিল্লাহ অবশেষে আড়াইহাজার উপজেলা বিএনপির আওতাধীন ১০টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করতে পেরেছি। দীর্ঘ এক যুগ অপেক্ষার পর ইউনিয়ন বিএনপির রাজপথের যোগ্য ও ত্যাগী নেতাদের দলীয় পদ -পদবী মধ্যে দিয়ে তাদেরকে দলীয় পরিচয় দিতে পেরেছি । তারা আরও বলেন, আমরা দ্রুততম সময়ে সবাইকে সমন্বয় করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছি। খুব দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলন মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
আড়াইহাজার উপজেলা বিএনপির অধীনস্থ বাকী আরও ৪টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিট কমিটি ২১ সদস্য বিশিষ্ট কমিটি গুলো হলো…
উচিৎপুরা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক এড. আনোয়ার হোসেন রানা এবং সদস্য সচিব মো. মঞ্জুর খান।
মাহমুদপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির মাসুম শিকারী এবং সদস্য সচিব মো. বাসির উদ্দিন।
দুপ্তারা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার জিয়াউল আলম বেদন এবং সদস্য সচিব নুর আমীন রতন।
ব্রাক্ষন্দী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ডা. মনির হোসেন এবং সদস্য সচিব মো. ওসমান গনি ।
এর আগে গত (২১ ফেব্রুয়ারি) আড়াইহাজার উপজেলা এলাকায় আনুষ্ঠানিকভাবে ৬টি ইউনিট কমিটি ঘোষণা করেন আড়াইহাজার উপজেলা বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী ভূঁইয়া মেম্বার ও সদস্য সচিব জুয়েল আহমেদ। এবং স্ব স্ব ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে নবগঠিত কমিটির তালিকা হস্তান্তর করেন তারা।