নারায়ণগঞ্জের কন্ঠ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে আড়াইহাজার উপজেলা বিএনপি’র প্রয়াত সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, প্রয়াত সদস্য শামসুল ইসলাম মেম্বার, আনোয়ার মেম্বার, শফিক মেম্বার, ডা. বিল্লাল হোসেন, রিয়াজুল মেম্বারের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলেন আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া।
বুধবার ( ১০ এপ্রিল ) সকাল থেকে বিকেল পর্যন্ত আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া নেতাকর্মীদের নিয়ে প্রয়াত ৬ নেতার পরিবারের খোঁজ-খবর নেন এবং ঈদ উপহার ও নগদ অর্থ পরিবার গুলোর হাতে তুলে দেন ।
এসময়ে আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আড়াইহাজার বিএনপি’র অভিভাবক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ সাহেব প্রয়াত নেতাকর্মীদের পরিবার গুলোর খোঁজ খবর সবসময়ই রাখেন। তিনি আপনাদের খোঁজ খবর রাখেন বলেই আজকে আপনাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। আপনারা নজরুল ইসলাম আজাদ সাহেবের জন্য দোয়া করবেন। আর আমরাও আপনাদের পাশে আছি। যেকোনো প্রয়োজন আমাদেরকে ডাকবেন।
আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সহ- সভাপতি সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সহ- সভাপতি এড. সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আতাউর রহমান, মাসুম শিকারী সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, হাইজাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন, আড়াইহাজার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সদস্য আমিনুল ইসলাম সুমন, সদস্য স্বপন সরকারসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।