আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বাড়ির লোকজন ঘটনাটি ফাঁসি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঘটনাটি ২৮ অক্টোবর রবিবার রাত সাড়েসাতটার দিকে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ২৯ অক্টোবর সোমবার ভোররাতে দাইরাদী এলাকার চাউল ব্যবসায়ী হাজী মজিবুর রহমানের পাঁচতলা দালানের দ্বিতীয় তলার মেঝে থেকে গোপালদী ফাঁড়ি পুলিশ গৃহকর্মী রোজীনা আক্তার(২৪) এর লাশ উদ্ধার করেছে।
গৃহকর্তা মজিবুর রহমান জানান, দীর্ঘ সাড়ে আট বছর যাবৎ উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের দরিদ্র ছিদ্দিকের মেয়ে রোজিনা আক্তারকে স্থানীয় দালাল খাদিজার মাধ্যমে বাড়িতে কাজের লোক হিসেবে নিয়োগ দেয় মজিবুর রহমান। সে জানায় ঘটনার দিন তার স্ত্রী খাদিজার রোজিনাকে বকাঝকা করায় সে টয়লেটের হ্য্ঙ্গারের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গোপালদী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফরিদ জানান,খবর পেয়ে সোমবার ভোর রাতে মুজবুর রহমানের দালানের ফ্লোরে শায়িত অবস্থায় রোজিনার লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার গলায় কালো দাগ রয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানায়,যুবতী কাজের মেয়ে রোজিনার সাথে দীর্ঘদিন যাবৎ মজিবুর রহমান ও তার ছেলে আতিকুল এর অনৈতিক সম্পর্ক থাকায় এ নিয়ে মজিবুরের স্ত্রী খাদিজা ও আতিকুলের স্ত্রী রোজিনার উপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছিল। তবে এ ঘটনায় রোজিনার পরিবারের কারো সাথে যোগাযোগ করা যায়নি। স্থানীয় প্রভাবশালীরা এ ধন্যাঢ্য মজিবুর রহমানের পক্ষ নিয়ে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি রোজিনার পরিবারকে চাপ দিয়ে আপোষ মিমাংসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানাযাচ্ছে।
আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।