নারায়ণগঞ্জের কন্ঠ:
শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ বলেছেন, আমাকে যে কোনো শ্রমিক ও বাস ট্রাক ড্রাইভার সম্মান দেখাইয়া সলাম দেয় । আমার কোনো শ্রমিক ভাঙ্গচুর করতে পারে না । এগুলো এক চক্র গ্রুপ আছে ওরা করে এবং কিছু শ্রমিকদের ব্যবহার করে আসছে। যখনি কোনো শ্রমিক আন্দোলন হয়, আমাদের খবর নাই, কোনো অনুমতি নাই ওরা জ্বালাও পোড়াও করে, ওরা আসলে কারা তা প্রমাণ হয়ে গেছে।
মঙ্গলবার ( ৯ অক্টোবর ) বিকেলে কাজী খোরশেদ প্লাজার পাগলা বাজার সংলগ্ন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়ার উপর হামলা ও অফিস ভাঙ্গচুর করায় প্রতিবাদে বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালাক ইউনিয়ন পাগলা শাখার সদস্যবৃন্দ প্রতিবাদ সভার আয়োজন করেন। উক্ত প্রতিবাদ সভায় তিনি একথা গুলো বলেন ।
ধোন
তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি আদায়ে লক্ষ্যে অতীতেও যেমন ছিলাম আগামীতেও থাকবো । শ্রমিকের ন্যায্য অধিকারে লক্ষ্যে কখনো পিছপা হবো না । আর উস্কানিদাতাদের কোনো ছাড় দেয়া হবেনা বলে সাবধান করে দেন, আগামী পরশু আমরা মিটিং করবো । এ সময় তিনি হামলাকারীদের গ্রেফতার এর দাবী জানিয়ে বলেন, যদি বিচার না করা হয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি জানান।
প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন পাগলা শাখার কার্যকরী সভাপতি মোঃবাবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়া, বাংলাদেশ আন্তঃ ট্রাক চালক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ফিরোজ মিয়া, শ্যামপুর শাখা আন্তঃজিলার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির দক্ষিণ বঙ্গ লাইন সম্পাদক হাজী আবুল হোসেন, পাগলা শাখার সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির উদ্দিন, মোবারক হোসেন প্রমুখ ।