নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ( ২১ নভেম্বর ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের শেষ দিনে জেলার ৫টি আসনে ৪৪ জন দলীয় মনোনয়ন সংগ্রহকারী নেতাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যদের সঙ্গে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় ।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সকল দ্বিধাদ্বন্দ্ব ভূলে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করার আহ্বান জানান বলে জানান সাক্ষাৎকারে উপস্থিত থাকা বেশকয়েকজন নেতা । তারা জানান, আগামী নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে সবাইকে দলের জন্য কাজ করে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে । আর যাকেই মনোনয়ন দেওয়া হবে মেনে নিতে হবে । সবাইকে সকল দ্বিধাদ্বন্দ্ব ভূলে স্ব স্ব নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের বিজয়ী করতে হবে । মনে রাখতে হবে সামনে কঠিন সময় । আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই ।
বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
নারায়ণগঞ্জের পাঁচটি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উপস্থিত যারা উপস্থিত ছিলেন,
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মাহফুজ্রু রহমান হুমায়ন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মাসুদ দুলাল ।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর, আড়াইহাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদউল্লাহ।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে সাবেক সাংসদ অধ্যাপক রেজাউল করিম, জেলা বিএনপির সহ-সভাপতি আজহারুল ইসলাম মান্নান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সোনারগাঁও থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অলিউর রহমান আপেল, সোনারগাঁও বিএনপির সহ সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, সাবেক ছাত্রনেতা আজিজুল হক আজিজ ।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সহ সভাপতি মোঃ শাহ আলম, সহ সভাপতি আঃ হাই রাজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি মনিরুল ইসলাম সেন্টু, জেলা মহিলা দলের সভানেত্রী নুর নাহার বেগম ।
নারায়ণগঞ্জ ৫ (সদর ও বন্দর) আসনে সাবেক সাংসদ ও মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের পক্ষে তার সহধর্মিণী , মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এম এইচ মামুন, মহাগর ছাত্রদলের সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ।
প্রসঙ্গত নারায়ণগঞ্জের ৫টি আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ৪৪ জন নেতাকর্মী। এর মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ৭জন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ৪জন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে ২০জন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে ৬জন ও নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনে ৭জন।