নারায়ণগঞ্জের কন্ঠ:
একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। তফসিল পুন:নির্ধারণে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ নভেম্বর) ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এ কথা জানান। গত ৮ নভেম্বর তফসিল ঘোষণায় ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়।
সিইসি জানান, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কমিশন তফসিল পুন:নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। তারই আলোকে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর আর ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
নুরুল হুদা বলেন, ‘সকালে (সোমবার) কমিশনারদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ও মনোনয়পত্র দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। বাকি তারিখগুলো আগামীকাল কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেবো।’
তিনি বলেন, ‘স্বস্তির বিষয় বিএনপি, ঐক্যফ্রন্টসহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। কারণ আমাদের বিশ্বাস ছিল সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তারই আলোকে নির্বাচন কমিশন তফসিল পুন:নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।