নারায়ণগঞ্জের কন্ঠ:
আজ ১৪ ফেব্রুয়ারি। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস । ফাল্গুনের মিষ্টি কুয়াশাঘেরা সকালের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। তাইতো ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এতো বর্ণিল সাজ। বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি। তাই কবির ভাষায়- ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’।
আজ ভালোবাসার দিন। ভালোবাসা শব্দটি খুব সহজেই সকলের সহজাত প্রবৃত্তির সাথে মিশে যায়। কেননা জন্মের পর থেকেই মানুষের বেড়ে উঠা এই ভালোবাসাকে কেন্দ্র করেই। আর তাই ভালোবাসার দিনটিকে নিয়ে সকলের ভাবনাটাও থাকে বিশেষ।
এই ভালোবাসা বছরজুড়ে থাকুক, জীবনজুড়ে থাকুক। মানুষ মানুষকে ঘিরে থাকুক ভালোবাসার শক্তিতে।সবাইকে পহেলা
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ও জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি এবং রূপগঞ্জ উপজেলা কমিটির সভাপতি এড. মোহাম্মদ স্বপন ভূঁইয়ার শুভেচ্ছা ও অভিনন্দন ।