আগামী ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় অনুষ্ঠিত হবে এসএ গেমস। তাই এ প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। এজন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতি শুরু হবে। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি আয়োজিত ‘এসএ গেমস : বাংলাদেশের প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাস রুপু ।
এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ফুটবলের গ্রুপিং ও ফিকশ্চার আগামী শুক্রবার কাঠমান্ডুতে হবে।
এসএ গেমসের জন্য সম্ভাব্য স্কোয়াড
আনিসুর রহমান জিকু (গোলরক্ষক), পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রীতম, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, ইয়াছিন আরাফাত, রিয়াদুল হাসান রাফি, মনজুরুর রহমান মানিক/সুশান্ত ত্রিপুরা, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, রবিউল হাসান, আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, জুয়েল রানা/ফজলে রাব্বি, রাকিব হাসান, মাহবুবুর রহমান সুফিল, সাদ উদ্দিন ও নাবিব নেয়াজ জীবন।