দলের ব্যর্থতার দায় নিয়ে বরখাস্ত হয়েছেন আর্সেনালের কোচ উনাই এমেরি। টানা সাত ম্যাচ জয়হীন থাকা ক্লাবটিতে দুই বছরেরও কম সময় দায়িত্ব পালন শেষে আজ তাকে অব্যহতি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ১৯৯২ সালের পর ক্লাবের ইতিহাসে এমন ব্যর্থতা এই প্রথম। এর আগে টানা ২২ বছর ক্লাবটির দায়িত্বে ছিলেন আর্সেন ওয়েঙ্গার। যা ফুটবল ইতিহাসে বিরল দৃষ্টান্ত। গত বছর আর্সেনালে ওয়েঙ্গার যুগের ইতি ঘটে। কিন্তু পিএসজি ছেড়ে আসা উনাই এমেরি তেমন কিছুই করতে পারলেন না!
গতকাল বৃহস্পতিবার নিজেদের মাঠে অনুষ্ঠিত ইউরোপা লিগের ম্যাচে এইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের কাছে ২-১ গোলে পরাজিত হবার পর বরখাস্ত হলেন ৪৮ বছর বয়সী এই স্প্যানিশ কোচ। ১৯৯২ সালে জর্জ গ্রাহামের অধীনে ক্লাবটি টানা ৫ ম্যাচে ড্র ও তিন ম্যাচে পরাজিত হয়েছিল। এবার এমেরির অধীনে তারা টানা ৫ ম্যাচে ড্রয়ের সঙ্গে হেরে গেছে দুই ম্যাচে। এতে ক্ষিপ্ত সমর্থকরা ক্লাব পরিচালকদের কাছ থেকে ‘সিদ্ধান্তমুলক পদক্ষেপ’ দাবি করেন। পরিচালকরাও এর তড়িৎ জবাব দেন ২০১৮ সালের মে মাসে নিয়োগ দেয়া এমেরিকে চাকুরিচ্যুত করে।
অন্তর্বর্তীকালিন কোচ হিসেবে ক্লাবটির দায়িত্ব গ্রহণ করেছেন তার সহকারী ফ্রেডি লিউনবার্গ। নতুন কোচ খুঁজে না পাওয়া পর্যন্ত তিনিই ক্লাবের দায়িত্ব পালন করবেন। সেন-গোরান এরিকসনের পর প্রথম কোনো সুইডিশ কোচ প্রিমিয়ার লিগের কোচ হলেন। এক লিখিত বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘উনাই এমেরি ও তার কোচিং স্ট্রাফদের সঙ্গে আজ থেকে আমরা সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিচ্ছি। ফ্রেডি লুংবার্গকে আমরা অন্তবর্তীকালনি প্রধান কোচের দায়িত্ব দিয়েছি। আমরা নতুন কোচ খুঁজতে শুরু করেছি। এই প্রক্রিয়া সম্পন্ন হলে আমরা এ বিষয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দেব।’