তামিলনাড়ুর প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকের প্রথম পোস্টার সামনে আসতেই রীতি মতো আঁতকে উঠছেন সবাই। এই চরিত্রে অভিনয় করছেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। অনেকেই বলছেন, পোস্টারে তার সঙ্গে জয়ললিতার মুখের মিল কোনোভাবেই নেই।
তবে কঙ্গনাকে প্রথম দেখায় কারো পক্ষেই চেনা সম্ভব নয়। ব্যাপক মোটা হয়ে গেছেন তিনি। তা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রোল করা হচ্ছে অভিনেত্রীকে নিয়ে। অনেকে কঙ্গনার মেকআপ দেখে নিন্দা করছেন।
নেটিজেনদের একাংশ বলছেন, জয়ললিতা হিসেবে একেবারেই চেনা যাচ্ছে না তাকে। কঙ্গনার বিরুদ্ধে মুখ খুলেছেন অনিল কাপুর থেকে স্মৃতি ইরানি। তারা জানিয়েছেন, তারা আশা করেছিলেন থালাইভি ছবি কঙ্গনার হাতে আরেকটি জাতীয় পুরস্কার তুলে দেবে। কিন্তু তারা আশা করেননি, এত বিকৃতভাবে দেখানো হবে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রীকে।
শনিবার কঙ্গনার টিম থেকে থালাইভির পোস্টার-টিজার প্রকাশ্যে এনে বলা হয়, জয়ললিতাকে সবাই চেনেন। কিন্তু থালাইভির গল্প অনেকেই জানেন না। তাদের জন্য এই ছবি। আপাতত সামনে নিয়ে আসা হলৈা সিনেমার প্রথম ঝলক।
কঙ্গনা রানাওয়াতকে জয়ললিতার সাজে দেখে হতাশ তার অনুরাগীরাও। তারা বলছেন, মেকআপ একটুও ভালো হয়নি। বাকি রইল অভিনয়। কঙ্গনা আমাদের খুবই প্রিয় অভিনেতা। আশা করি, অভিনয়ে সব খামতি ঢেকে দেবেন।
তবে অন্যরা কঙ্গনাকে দেখে মুগ্ধ। অনেকেই তাকে জয়ললিতা রূপে দেখেও খুশি। তারা কিন্তু মন খুলে সাপোর্ট করেছেন অভিনেত্রীকে।
বিজয়ের পরিচালনায় সিনেমাটি মুক্তি পাবে ২০২০ সালের ২৬ জুন। কঙ্গনা ছাড়াও এই সিনেমায় অনেকদিন পরে দেখা যাবে অরবিন্দ স্বামীকে। যার ‘রোজা’, ‘বম্বে’ ব্লকবাস্টার হিট হয়েছিল। অরবিন্দকে এর আগে কঙ্গনার সঙ্গে জাজমেন্টাল হ্যায় ক্যায়া সিনেমায় দেখা গেছে। আগামী দিনে তাকে দেখা যাবে ‘পাঙ্গা’ ছবিতে।