নারায়ণগঞ্জের কন্ঠ:
রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোবাইল প্রতীক পেলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম ইমন । কাঞ্চন পৌরসভা নির্বাচনে আমিরুল ইসলাম ছাড়াও তিন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
বুধবার ( ১০ জুলাই ) উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার মতিউর রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন । বাকী তিন মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র কাঞ্চন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আবুল বাশার বাদশা, সাবেক মেয়র কাঞ্চন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান ভূইয়া ।
পরে বিকেলে মোবাইল প্রতীক পেয়ে আদালত পাড়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মেয়র প্রার্থী আমিরুল ইসলাম ইমন । এ সময়ে আরও উপস্থিত ছিলেন এড. আবুল কালাম আজাদ জাকির, এড. হেলাল উদ্দিন সরকার, এড. সারোয়ার জাহান, এড. আবুল কালাম জাকির প্রমুখ ।
উল্লেখ্য, আগামী ২৫ জুলাই বৃহস্পতিবার কাঞ্চন পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কাঞ্চন পৌরসভায় মোট ৩৫ হাজার ৬৬৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১৭৮ জন ও মহিলা ভোটার ১৭ হাজার ৪৮৭ জন। ৯টি ওয়ার্ডে মোট ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।