নারায়ণগঞ্জের কন্ঠ: কারামুক্ত নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বন্দর থানা যুবদল পারভেজ খান ও বন্দর উপজেলা যুবদল নেতা কামরুল হাসান রনির নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা।
বুধবার ( ১০ অক্টোবর ) দুপুরে কারামুক্ত যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বন্দর থানা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা। পরে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এসময়ে উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, যুবদল নেতা জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, মো. হাকিম, সোহেল প্রধান, মোহাম্মদ নিজাম উদ্দিন মো. শরীফ পাঠান, মোহাম্মদ এলিনসহ অনেকেই।
উল্লেখ্য- বুধবার ( ১০ অক্টোবর ) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন রাফি উদ্দিন রিয়াদ । এর আগে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি ।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত এগারোটার দিকে নগরীর দেওভোগ পাক্কা রোড়ের নিজ বাড়ির সামনে থেকে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ রাফি উদ্দিন রিয়াদকে গ্রেপ্তার করেন।