নারায়ণগঞ্জের কন্ঠ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ হাজী এড. আবুল কালাম এবং সাধারণ সম্পাদক এটিএম কামাল এর বাড়ীতে পুলিশি অভিযানের অভিযোগ করেছেন তাদের পরিবার। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২ টায় কালিবাজারস্থ মহানগর বিএনপি’র রাজনৈতিক কার্যালয় সহ হাজী এড. আবুল কালামের বাস ভবনে সদর থানার ইন্সপেক্টর জয়নাল আবেদীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এর ঠিক আধা ঘন্টার পর মিশনপারাস্থ এটিএম কামালের সোনারগাঁ ভবনে অভিযান পরিচালনা করে পুলিশ।
এ বিষয় হাজী এড. আবুল কালাম এর পরিবারের সদস্যরা দাবী করে বলেন, গভীর রাতে ৩টি পিকাপ ভ্যান করে পুলিশ কালিবাজারস্থ তাদের বাড়ীতে সদর মডেল থানার ইন্সপেক্টর জয়নাল আবেদীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়ীর প্রতিটি সদস্যদের সাথে অকট্র ভাষা ব্যবহার করেন। সেই সাথে প্রতিটি রুম তল্লাশির নামে আসবাবপত্র এলোমেলো করে ফেলে। এ সময় বাড়ীতে থাকা প্রতিটি শিশু আতংকিত হয়ে চিৎকার করতে থাকেন।
তারা আরও বলেন, সাবেক সাংসদ হাজী এড. আবুল কালাম ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশার নামে যত গুলো রাজনৈতিক মামলা রয়েছে প্রতিটি মামলাতেই তারা জামিনে আছেন। তার পরও কেনও প্রশাসন এই ভাবে গভীর রাতে অভিযানের নামে হয়রানী করছে তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আমাদের প্রশ্ন।
অপরদিকে, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এর ছেলে জানান, গভীর রাতে সদর মডেল থানার এক দল পুলিশ মিশন পারাস্থ তাদের বাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় তাদের বাড়ীর প্রতিটি রুম তল্লাশি করে কাউকে না পেয়ে চলে যায়।