নারায়ণগঞ্জের কন্ঠ:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৬ ডিসেম্বর ) বাদ আছর সোনারগাঁও উপজেলাধীন সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি এড. শুক্কুর মাহমুদের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব হাজী মোঃ মজিবর রহমান। আরোও উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সাধারন সম্পাদক – মাসুদ পারভেজ রুবেল, সিনিয়র সহ সভাপতি ইসমাঈল শিকদার, জেলা যুবদল সহ সভাপতি স্বপন চৌধুরী, আড়াইহাজার যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদ, জেলা সাবেক যুগ্ম আহবায়ক মাসুম পারভেজ, ফতুল্লা থানা তাঁতীদলের আহবায়ক অলিউল্লাহ খোকন মাস্টার, সদস্য সচিব -দেলোয়ার হোসেন নয়ন, রূপগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক নাহিদ ইউনুস, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহবায়ক তাইজুল ইসলাম, সদস্য সচিব সফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা কমিটির আহবায়ক সামসুল হক, সদস্য সচিব আব্বাস আলী, বন্দর থানা কমিটির আহবায়ক মিলন হোসাইন, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, সোনারগাঁ কমিটির যুগ্ম আহবায়ক মুসা মিয়া, শাহআলম মিয়া, এড. কামাল হোসাইন, শওকত আলী সহ নেতৃবৃন্দ ।
এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও রোগমুক্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।