নারায়ণগঞ্জের কন্ঠ: বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ও ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষণে ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল রহিম নিহতের প্রতিবাদে যুবদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন ও সদস্য সচিব মশিউর রহমান রনি’র নেতৃত্বে যুবদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।
বুধবার ( ৩ আগষ্ট ) সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা যুবদলের আওতাধীন থানা ও পৌর এবং ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে চাষাঢ়া রেল স্টেশন এলাকায় জড়ো হতে থাকে। পরে দুপুর বারোটার দিকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন ও সদস্য সচিব মশিউর রহমান রনি’র নেতৃত্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদ ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদ জানিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে । বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া একটি সুশৃঙ্খল দল। এই দলের নেতাকর্মীরা কোনোপ্রকার উছৃঙ্খলতা পছন্দ করেনা। আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাাদেরকে শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন সংগ্রামের নির্দেশ দিয়েছেন। তাই আমরা এখনো পর্যন্ত শান্ত আছি। তারেক রহমান যেদিন আমাদেরকে নির্দেশ দিবেন সেদিন থেকে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলে দেশ অচল করে দেয়ার ক্ষমতা রাখি। আমরা শুুধু তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় আছি।
পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে মশিউর রহমান রনি বলেন, আপনারা কোনো নির্দিষ্ট দলের চাকরি করেন না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। আপনারা যে পোষাক পরে আছেন তা আমাদের ট্যাক্সের টাকায় কেনা, আপনাদের বেতন হয় আমাদের টাকায়। তাই আপনারা নিরপেক্ষ থাকবেন। আমরা আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান। তাই অআমরা বিশ্বাস করি এদেশের কোনো মায়ের সন্তান আমাদের বুকে গুলি চালাতে পারেনা।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান স্বপন, সাবেক যুগ্ম সম্পাদক ইসমাইল খান, রাসেল রানা, শাহিন আহমেদ, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ, বন্দর উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন শিশির, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্ত, সহ- সভাপতি মোজাম্মেল হক, ফতুল্লা থানা যুবদলের সদস্য মো. পারভেজ প্রমুখ।